ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

সোহেল তাজের ফোনে রাতেই উদ্ধার ২শ’ গজারি গাছ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৪৬ ঘণ্টা, নভেম্বর ১, ২০১০

গাজীপুর: সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী  তানজিম আহমেদ সোহেল তাজের ফোন পেয়ে রোববার রাতে কাপাসিয়া বুলেশ্বর গ্রাম থেকে পাচারের অপোয় থাকা ২শ’ গজারি গাছ উদ্ধার করেছে পুলিশ। তবে বন দস্যুদের কাউকে গ্রেপ্তার করতে পারেনি।



কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দির মীর বাংলানিউজকে জানান, রাত ৮টার দিকে তাজ স্যারের টেলিফোন পাই। পরে ব্যাপারটি গোসিংগা বিটের সংশ্লিষ্ট বনকর্তাকে অবহিত করানো হয়। তিনি ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে পাচারের অপোয় থাকা ২শ’ কাঁটা গজারি গাছ উদ্ধার করেন। তবে বনদস্যুদের কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

বাংলাদেশ সময়: ০০৪০ ঘণ্টা, নভেম্বর ১, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।