ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

সিলেটে জৈন্তাপুর সীমান্তে উত্তেজনা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১১ ঘণ্টা, জুলাই ২, ২০১০

সিলেট: সিলেটের জৈন্তাপুরের শ্রীপুর সীমান্তে সশস্ত্র অবস্থায় বাংলাদেশের অভ্যন্তরে ঢুকে জমিতে চাষাবাদকে কেন্দ্র করে বিডিআর ও বিএসএফ’র মধ্যে উত্তেজনা দেখা দিয়েছে।

২১ রাইফেলস ব্যাটালিয়নের উপঅধিনায়ক মেজর মামুন বাংলানিউজটোয়েন্টিফোর.কম.বিডিকে বলেন, সকাল ১০টার দিকে ভারতের ৩০-৩৫ জন খাসিয়া শ্রীপুর সীমান্তের আলু বাগান এলাকায় চাষ করতে নামেন।

তারা চাষের জন্য সঙ্গে লাঙ্গল ও ট্রাক্টর নিয়ে আসেন। এ সময় তাদের পিছনে বিএসএফ সদস্যরাও ছিলেন।

বিকেলের দিকে এ নিয়ে বাঙালি ও খাসিয়াদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয় বলেও জানান তিনি।

মেজর মামুন আরও বলেন, ‘আলু বাগান এলাকায় ভারতীয় খাসিয়ারা বিডিআরের নিষেধ না মানায় বিডিআর সতর্ক অবস্থায় রয়েছে। আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। ’

বাংলাদেশ সময়: ২০০৯ ঘণ্টা, জুলাই ০২, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।