ঢাকা, শনিবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

দক্ষ জনশক্তি রপ্তানি ॥ ২ বছরে নির্মিত হবে ৩৬টি ট্রেনিং ইন্সটিটিউট

ডেস্ক রিপোর্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৫ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১০

ঢাকা: বিদেশে প্রশিক্ষিত জনশক্তি রপ্তানির জন্য আগামী দুই বছরে ৩৬টি ট্রেনিং ইন্সটিটিউট নির্মিত হবে। এসব ইন্সটিটিউট নির্মাণে ব্যয় হবে প্রায় এক হাজার কোটি টাকা।



ট্রেনিং ইন্সটিটিউটগুলো নির্মিত হলে প্রতিবছর অতিরিক্ত এক লাখ ব্যক্তিকে প্রশিক্ষণ দেওয়া সম্ভব হবে।

রোববার প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির ১১তম বৈঠকে এ তথ্য জানানো হয়।

জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি আনিসুল ইসলাম মাহমুদ।

বৈঠকে আরও জানানো হয়, বাংলাদেশ থেকে প্রতি মাসে গড়ে ২৮ থেকে ৩০ হাজার জনশক্তি বিদেশে রপ্তানি করা হচ্ছে।

বৈঠকে বলা হয়, দক্ষিণ কোরিয়ার আইনানুযায়ী ছয় মাসের উর্দ্ধে কাউকে এক স্থানে আটকে রাখা যায় না। এ সুযোগে বাংলাদেশ থেকে পাঠানো শ্রমিকরা প্রশিক্ষণ শেষে স্থান বদল করায় দক্ষিণ কোরিয়ার শ্রম বাজারে বিরূপ প্রভাব পড়ছে।

এ সমস্যা সমাধানে দক্ষিণ কোরিয়ায় পাঠানো শ্রমিকরা যাতে স্থান বদল না করে সে বিষয়টি নিশ্চিত করে জনশক্তি প্রেরণের সুপারিশ করা হয়।

বৈঠকে ইস্কাটনস্থ ওয়ান স্টপ সার্ভিস কাম হোস্টেল কমপ্লেক্স নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

কমিটির সদস্য প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন, জাফরুল ইসলাম চৌধুরী, এ বি এম আবুল কাসেম, মো. শাহাব উদ্দিন, কর্নেল (অব.) এ এ মারুফ সাকলান, মাহমুদ উস সামাদ চৌধুরী, মোশতাক আহমেদ রুহী এবং বেগম শাহিদা তারেখ দীপ্তি বৈঠকে অংশ নেন।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব ড.জাফর আহমেদ খানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২০৫১ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ