ঢাকা, শনিবার, ২০ বৈশাখ ১৪৩২, ০৩ মে ২০২৫, ০৫ জিলকদ ১৪৪৬

জাতীয়

২২ দিন পর মিলল নিখোঁজ ইজিবাইকচালকের মরদেহ 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:২১, ফেব্রুয়ারি ২০, ২০২৫
২২ দিন পর মিলল নিখোঁজ ইজিবাইকচালকের মরদেহ  প্রতীকী ছবি

ঝালকাঠির নলছিটিতে নিখোঁজ হওয়ার ২২ দিন পর মিজান হাওলাদার (২৮) নামে ব্যাটারিচালিত ইজিবাইকের এক চালকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়েছে।  

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার মগড় ইউনিয়নের রায়াপুর বটতলা এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

 

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) আশ্রাফ আলী বিষয়টি নিশ্চিত করেছেন।  

নিহত মিজান ওই এলাকার আব্দুল সালাম হাওলাদারের ছেলে।  

অটোরিকশার মালিক সৈয়দ আবুল কালাম বলেন, মিজান আমার ইজিবাইক ভাড়ায় চালাতেন। গত ২৯ জানুয়ারি বিকেলে গাড়ি নিয়ে বের হলে রাতে আর বাড়িতে ফিরে আসেননি তিনি। তার আত্মীয়-স্বজনের বাড়িসহ সম্ভাব্য সব জায়গায় খোঁজ করেও তাকে পাওয়া যায়নি। বৃহস্পতিবার দুপুরে একজন ঘাস কাটতে গেলে তার মরদেহ দেখতে পান। পরে স্থানীয় লোকজন এসে তার পরনের জামাকাপড় দেখে শনাক্ত করে।  

ওসি তদন্ত আশ্রাফ আলী জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৬২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০২৫
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।