ঢাকা, সোমবার, ২৪ ভাদ্র ১৪৩২, ০৮ সেপ্টেম্বর ২০২৫, ১৫ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

একই লাইনে দুই ট্রেন, অল্পের জন্য রক্ষা পেল কয়েক হাজার যাত্রী 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:৪২, ফেব্রুয়ারি ১৩, ২০২৫
একই লাইনে দুই ট্রেন, অল্পের জন্য রক্ষা পেল কয়েক হাজার যাত্রী 

দিনাজপুর: দিনাজপুরের পার্বতীপুরে একই লাইন লাইনে দুই ট্রেন ঢুকে যাওয়ার ঘটনা ঘটেছে। তবে চালকের দক্ষতায় বড় ধরনের বিপদ থেকে রক্ষা পেয়েছে দুই ট্রেনে থাকা কয়েক হাজার ট্রেন যাত্রী।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে পার্বতীপুর স্টেশনের ৪ নং প্লাটফরমে এ ঘটনা ঘটে।

জানা গেছে, পূর্ব থেকে স্টেশনের ৬ নম্বর লাইনে শানটিং করছিলো রামসাগর ট্রেন। সুইচ কেবিনের নির্দেশে সান্তাহার থেকে ছেড়ে আসা দোলনচাঁপা এক্সপ্রেস ট্রেনটি একই লাইনে প্রবেশ করে। চালক আব্দুস সামাদের দক্ষতায় ট্রেনটি প্লাটফরমে প্রবেশের পর নিয়ন্ত্রনে আসে।

এতে অল্পের জন্য প্রাণে রক্ষা পায় কয়েক হাজার যাত্রী।

ট্রেনের পরিচালক বজলুল করিম বলেন, সুইচ কেবিনের নির্দেশে আমার ট্রেনটি ওই লাইনে প্রবেশ করে। তবে, এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

এ বিষয়ে জানতে পার্বতীপুর স্টেশনের সিগন্যাল মাস্টার নুর কুতুবের সঙ্গে কথা হলে এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।

বাংলাদেশ সময়: ২২৪২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০২৫
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ