ঢাকা, রবিবার, ২১ বৈশাখ ১৪৩২, ০৪ মে ২০২৫, ০৬ জিলকদ ১৪৪৬

জাতীয়

গোবিন্দগঞ্জে সংরক্ষিত এলাকায় মিলল এক ব্যক্তির মরদেহ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯:৪২, ফেব্রুয়ারি ১৩, ২০২৫
গোবিন্দগঞ্জে সংরক্ষিত এলাকায় মিলল এক ব্যক্তির মরদেহ বশির সিকদার

গাইবান্ধা: গাইবান্ধার গোবিন্দগঞ্জে রংপুর-ঢাকা  মহাসড়কের নির্মাণাধীন ফ্লাইওভার জন্য সংরক্ষিত এলাকা থেকে বশির শিকদার (৫৫) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (১২ ফেব্রুয়ারি) দিনগত রাত ১১টার দিকে শহরের হীরকপাড়া এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

বশির শিকদার খুলনা সদরের সোনাপাড়া এলাকার তমিজ উদ্দিন শিকদারের ছেলে।

বিষয়টি নিশ্চিত করে গোবিন্দগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. তাহসিন বলেন, রাতে ওই এলাকায় এক ব্যক্তির মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করা হয়। মৃত্যুর কারণ উদঘাটনসহ সার্বিক বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

তিনি আরও জানান, মরদেহ বর্তমানে থানায় রয়েছে। ময়নাতদন্তের জন্য গাইবান্ধা সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে।  

বাংলাদেশ সময়: ০৯৩৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০২৫
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।