ঢাকা, শুক্রবার, ২৬ বৈশাখ ১৪৩২, ০৯ মে ২০২৫, ১১ জিলকদ ১৪৪৬

জাতীয়

বাংলানিউজের ফটো করেসপন্ডেন্ট মাহমুদ হোসেনের মা মারা গেছেন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:৪৮, ফেব্রুয়ারি ৭, ২০২৫
বাংলানিউজের ফটো করেসপন্ডেন্ট মাহমুদ হোসেনের মা মারা গেছেন

সিলেট: সিলেটে কর্মরত বাংলানিউজটোয়েন্টিফোর.কমের স্টাফ ফটো করেসপন্ডেন্ট  মাহমুদ হোসেনের মা মিনা খানম মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

শুক্রবার (০৭ ফেব্রুয়ারি) বিকেল ৫টা ৪০ মিনিটের দিকে সিলেট নগরের সোবহানীঘাট আল হারামাইন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

তিনি হৃদরোগে আক্রান্ত ছিলেন।  

মিনা খানম সিলেটের বিয়ানীবাজার উপজেলার কুড়ারবাজার এলাকার উত্তর আকাখাজানা গ্রামের মরহুম হাফিজ কমর উদ্দিনের স্ত্রী। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর। তিনি দুই ছেলে, এক মেয়েসহ অনেক আত্মীয়-স্বজন রেখে গেছেন।

মরহুমার জানাজা রোববার আসরের নামাজের পর বিয়ানীবাজার উপজেলার উত্তর আকাখাজানা হাফিজিয়া দাখিল মাদরাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে।  

মাহমুদ হোসেনের মায়ের ইন্তেকালে গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেছেন সিলেট জেলা প্রেস ক্লাবের সভাপতি মঈন উদ্দিন ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নাসির উদ্দিন।

এক শোকবার্তায় তারা মরহুমার মাগফিরাত কামনা এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেন।

বাংলাদেশ সময়: ২১৪১ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৭, ২০২৫
এনইউ/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।