ঢাকা, শুক্রবার, ১৯ বৈশাখ ১৪৩২, ০২ মে ২০২৫, ০৪ জিলকদ ১৪৪৬

জাতীয়

ব্রাহ্মণবাড়িয়ায় বিয়ে বাড়িতে বাবা-ছেলে গুলিবিদ্ধ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০:৫২, ফেব্রুয়ারি ৪, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়ায় বিয়ে বাড়িতে বাবা-ছেলে গুলিবিদ্ধ

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বিয়ে বাড়িতে প্রতিপক্ষের হামলায় আব্দুল খলিল মিয়া (৫৫) ও তার ছেলে মো. আসিফ (২০) গুলিবিদ্ধ হয়েছেন।  

সোমবার (৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় পরিবারের লোকজন আহত অবস্থায় তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করেছেন।

 

আহতদের বাড়ি নবীনগর উপজেলার বড়ি কান্দি পশ্চিম পাড়ায়। এর আগে সকালে এ হামলার ঘটনা ঘটে।

নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক জানান, সকালে খলিল মিয়া ছেলেকে নিয়ে ভাতিজার বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে যান। এসময় পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষের মনাক ডাকাত ও তার ছেলেরা তাদের ওপর গুলি চালান। এতে গুলিবিদ্ধ হন বাবা-ছেলে। পরে এ অবস্থায় তাদের ঢাকায় নেওয়া হয়। ভর্তি করে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।  

তিনি আরও জানান, মনাক ডাকাতের নামে আগেরই একাধিক মামলা রয়েছে।

বাংলাদেশ সময়: ০০৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ৩, ২০২৫
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।