ঢাকা, শুক্রবার, ১৯ বৈশাখ ১৪৩২, ০২ মে ২০২৫, ০৪ জিলকদ ১৪৪৬

জাতীয়

তিতুমীরের ছাত্রদের আন্দোলনে মানুষ অতিষ্ঠ: স্বরাষ্ট্র উপদেষ্টা

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:০৪, ফেব্রুয়ারি ৩, ২০২৫
তিতুমীরের ছাত্রদের আন্দোলনে মানুষ অতিষ্ঠ: স্বরাষ্ট্র উপদেষ্টা বক্তব্য রাখছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। ছবি: বাংলানিউজ

ঢাকা: রাজধানীর তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় ঘোষণার দাবিতে চলমান আন্দোলনে মানুষের নাভিশ্বাস উঠে যাচ্ছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী৷ 

আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উপলক্ষে সোমবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে সচিবালয়ে আইনশৃঙ্খলা সভা ও কোর কমিটির সভা শেষে তিনি এ মন্তব্য করেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, তাদের আন্দোলনে মানুষের নাভিশ্বাস উঠে যাচ্ছে; আমারও নাভিশ্বাস উঠে যাচ্ছে৷ তারা লোকজনকে অতিষ্ঠ করে ফেলছে৷ দিনের পর দিন তাদের দাবি-দাওয়া বেড়েই চলছে৷ এটার পেছনে কারা জড়িত আছে এটাও কিন্তু আপনারা জানেন৷ আপনারা জেনেও প্রকাশ করেন না৷

তিনি বলেন, এই রেললাইন আটকে রেখে জনদুর্ভোগ তৈরি না করে ক্যাম্পাসে ফিরে গিয়ে তাদের দাবি-দাওয়া কর্তৃপক্ষের কাছে পেশ করুক৷ তারা যেন জনগণকে দুর্ভোগে না ফেলে৷ 

সিনিয়র শিক্ষা সচিব সিদ্দিক জোবায়ের বলেন, আলাদাভাবে তিতুমীর বিশ্ববিদ্যালয়ের দাবির যৌক্তিকতা প্রমাণ করতে হবে।

দেশে এমন আরও কলেজ আছে। কলেজের আন্দোলনকারীরা যে দাবি জানাচ্ছে তা যৌক্তিক দাবি নয়। এখন পর্যন্ত তিতুমীর বিশ্ববিদ্যালয়ের দাবির যৌক্তিকতা নেই৷

তিনি বলেন, এ বিষয় নিয়ে উচ্চপর্যায়ের একটি কমিটি গঠন করা হয়েছে৷ কমিটির প্রতিবেদন পাওয়ার আগে এসব নিয়ে কথা বলার কিছু নেই৷ 

তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় ঘোষণার দাবিতে কয়েকদিন ধরে রাজধানীর ব্যস্ত সড়ক দখল করে আন্দোলন করছেন প্রতিষ্ঠানটির একদল শিক্ষার্থী। এমনকি তারা সোমবার বিকেলে মহাখালী রেল ক্রসিং অবরোধ করেন। ফলে রেলপথে সারাদেশের সঙ্গে বিচ্ছিন্ন হয়ে পড়েছে ঢাকার যোগাযোগ।

আন্দোলনকারীরা হুঁশিয়ারি দিয়ে বলেছেন, সোমবার রাতের মধ্যে যদি দাবির বিষয়ে তাদের সঙ্গে যোগাযোগ করা না হয়, কিংবা দাবি মেনে নেওয়া না হয়, তাহলে আরও কঠোর কর্মসূচি দেবেন তারা।

বাংলাদেশ সময়: ১৮৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৩, ২০২৫
জিসিজি/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।