ঢাকা, শনিবার, ১৯ বৈশাখ ১৪৩২, ০৩ মে ২০২৫, ০৫ জিলকদ ১৪৪৬

জাতীয়

সিরাজগঞ্জে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধ নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:৫৬, ফেব্রুয়ারি ৩, ২০২৫
সিরাজগঞ্জে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধ নিহত

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জ সদর উপজেলার সদানন্দপুরে ট্রেনের নিচে কাটা পড়ে অজ্ঞাত পরিচয় এক বৃদ্ধ (৬০) নিহত হয়েছেন।

সোমবার (৩ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা-ঈশ্বরদী রেলসড়কে শহীদ এম মনসুর আলী স্টেশনের পাশ থেকে ওই বৃদ্ধের মরদেহ উদ্ধার করে রেলওয়ে পুলিশ।

সিরাজগঞ্জ বাজার রেলওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দুলাল উদ্দিন এ তথ্য নিশ্চিত করে জানান, ভোরের দিকে অজ্ঞাত কোনো এক ট্রেনে কাটা পড়ে ওই বৃদ্ধের মৃত্যু হয়েছে। সকালে স্থানীয়রা মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে বৃদ্ধের মরদেহ উদ্ধার করে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহত বৃদ্ধের পরিচয় শনাক্তের জন্য সিআইডি সদস্যরা কাজ করছেন।

বাংলাদেশ সময়: ১১৩৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ৩, ২০২৫
জেএইচ


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।