ঢাকা, শনিবার, ২০ বৈশাখ ১৪৩২, ০৩ মে ২০২৫, ০৫ জিলকদ ১৪৪৬

জাতীয়

ভোলায় অনির্দিষ্টকালের বাস ধর্মঘট প্রত্যাহার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:৪৭, জানুয়ারি ২৯, ২০২৫
ভোলায় অনির্দিষ্টকালের বাস ধর্মঘট প্রত্যাহার জেলা প্রশাসকের কক্ষে বাস মালিক ও সিএনজি শ্রমিকদের সমঝোতা বৈঠক

ভোলা: ভোলায় বাস মালিক সমিতির অনির্দিষ্টকালের ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। বুধবার (২৯ জানুয়ারি) রাত ৯টায় বাস মালিক সমিতি ও সিএনজি শ্রমিকদের বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে।

উভয়পক্ষের দাবি মেনে নেওয়ার শর্তে ধর্মঘট প্রত্যাহার করেন বাস ও সিএনজি শ্রমিকরা।

এর ফলে বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সকাল থেকে ভোলার সব রুটে বাস চলাচল স্বাভাবিক হতে যাচ্ছে।

জেলা প্রশাসক মো. আজাদ জাহানের সভাপতিত্বে তার সম্মেলন কক্ষে বাস মালিক ও সিএনজি শ্রমিকদের দ্বন্দ্ব নিরসনে এক সমঝোতা বৈঠকে বসলে এমন সিদ্ধান্ত দেওয়া হয়েছে।

এতে বাস মালিক সমিতির কর্মকর্তা, সিএনজি শ্রমিক বিএনপি, বিজেপি ও জামায়াত নেতারা উপস্থিত ছিলেন।

সভায় উভয়পক্ষের ক্ষতিপূরণ এবং সমস্যা সমাধানে জেলা প্রশাসকের আশ্বাস দেওয়ার পর  এমন সিদ্ধান্তে চলে আসেন তারা।  

এর আগে গত মঙ্গলবার বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল বাস টার্মিনালে ডিপুর সিএনজি রাখা নিয়ে উভয় পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া, সংঘর্ষ এবং বেশ কয়েকটি বাস ও সিএনজি ভাঙচুর-অগ্নিসংযোগ করে বিক্ষুব্ধ আন্দোলনকারী বাস ও সিএনজি শ্রমিকরা।  

বাংলাদেশ সময়: ২২৩৯ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০২৫
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।