ঢাকা, বৃহস্পতিবার, ১৮ বৈশাখ ১৪৩২, ০১ মে ২০২৫, ০৩ জিলকদ ১৪৪৬

জাতীয়

সেনাবাহিনীর উদ্যোগে মাটিরাঙায় শীতবস্ত্র বিতরণ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৪৭, জানুয়ারি ২৭, ২০২৫
সেনাবাহিনীর উদ্যোগে মাটিরাঙায় শীতবস্ত্র বিতরণ মাটিরাঙায় সেনাবাহিনীর উদ্যোগে জনসাধারণের মাঝে শীতবস্ত্র বিতরণ

খাগড়াছড়ি: খাগড়াছড়ির মাটিরাঙায় সেনাবাহিনীর উদ্যোগে জনসাধারণের মাঝে শীতবস্ত্র বিতরণ ও বিনামূল্যে চিকিৎসাসেবা দেওয়া হয়েছে।  

সোমবার (২৭ জানুয়ারি) সকালে ১৫ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি মাটিরাঙা জোনের আয়োজনে দুর্গম কুকি ছড়া এলাকায় শতাধিক অসহায় দরিদ্র পাহাড়ি পরিবারের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে।

এছাড়া পাঁচশ পাহাড়ি নারী-পুরুষ ও শিশুকে বিনামূল্যে চিকিৎসা সহায়তা ও ওষুধ বিতরণ করা হয়।  

চিকিৎসা সহায়তা দেন মাটিরাঙা জোনের মেডিকেল অফিসার ক্যাপ্টেন মো. মুঈদ-উল করিম চৌধুরী ও মাটিরাঙা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. ফারিয়া আহমেদ।

এ সময় উপস্থিত ছিলেন সেনাবাহিনীর মাটিরাঙা জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কৌশিক জাহান ও জোন উপ-অধিনায়ক মেজর মো. মুরাদ হোসাইন।

বাংলাদেশ সময়: ১৫৪৩ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০২৫
এডি/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।