ঢাকা, শুক্রবার, ১৮ বৈশাখ ১৪৩২, ০২ মে ২০২৫, ০৪ জিলকদ ১৪৪৬

জাতীয়

নানা আয়োজনে জয়পুরহাটে পিঠা উৎসব 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:২১, জানুয়ারি ২৬, ২০২৫
নানা আয়োজনে জয়পুরহাটে পিঠা উৎসব  পিঠা উৎসব 

জয়পুরহাট: আবহমান গ্রাম-বাংলার ঐতিহ্য ধরে রাখতে ‘এই শীতে জমবে মেলা, পিঠা উৎসব সারা বেলা’ স্লোগানে জয়পুরহাটের অনুষ্ঠিত হলো পিঠা উৎসব।  

রোববার (২৬ জানুয়ারি) সকালে জেলা স্টেডিয়াম রোডে শাহীন ক্যাডেট স্কুল চত্বরে এ উৎসবের আয়োজন করা হয়।

যা চলে দুপুর পর্যন্ত।  

পিঠা উৎসবে ছয়টি স্টলের মাধ্যমে স্থানীয় শাহীন ক্যাডেট স্কুলের শিক্ষার্থীদের অভিভাবকদের তৈরি করা বাহারি সব পিঠা প্রদর্শন ও বিক্রি করা হয়। উৎসবটি ঘিরে হাজারও দর্শনার্থীতে ভরে যায় স্কুল ক্যাম্পাস।   

উৎসবটিতে ভাজা কুলি, পঞ্চ বাহার, গোলাপ পিঠা, সেমাই পিঠা, কস্তুরি পিঠা, জামদানি পিঠা, কুটুম পিঠা, মিষ্টি বড়া, মিষ্টি পুলি, ভেজানো নকশীসহ অন্তত ৫০ রকমের পিঠা প্রদর্শণের আয়োজন ছিল।  

শেষে স্কুলটির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ী, সেরা পিঠা তৈরির কারিগর ও কৃতি শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন শাহীন শিক্ষা পরিবারের চেয়ারম্যান মাছুদুল আমীন শাহীন।

অনুষ্ঠানে জয়পুরহাট শাহীন ক্যাডেট স্কুলের পরিচালক রাশেদুল ইসলাম বাদলের সভাপতিত্বে অন্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক

ইকবাল হোসেন ও জয়পুরহাট জেলা পুলিশের  ইন্সপেক্টর (ক্রাইম) মাহবুবুর রহমান সরকার প্রমুখ।  

অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মাছুদুল আমীন শাহীন বলেন, আবহমান গ্রাম-বাংলার ঐতিহ্য বর্তমান প্রজন্মের সামনে তুলে ধরতেই এ পিঠা উৎসবের আয়োজন করা। আগামীতেও এমন আয়োজন অব্যাহত থাকবে।

বাংলাদেশ সময়: ১৬২০ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০২৫
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।