ঢাকা, বৃহস্পতিবার, ১৮ আষাঢ় ১৪৩২, ০৩ জুলাই ২০২৫, ০৭ মহররম ১৪৪৭

জাতীয়

আইন বিধি মেনে কাজ করতে হবে: ভূমি উপদেষ্টা

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:০৫, জানুয়ারি ২২, ২০২৫
আইন বিধি মেনে কাজ করতে হবে: ভূমি উপদেষ্টা ভূমি মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে ভূমি উপদেষ্টার মতবিনিময়

ঢাকা: অন্তর্বর্তী সরকারের ভূমি উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেছেন, সরকারি আইন বিধি মেনে কর্মকর্তাদের দেশের সেবায় কাজ করতে হবে। রাষ্ট্রের নিয়ম মানার বিষয়ে সচেতন থাকবেন।

যার যার দায়িত্ব যথাযথভাবে যথাসময়ে পালন করুন। জনগণের জন্য জনসেবায় কাজ করতে হবে।

বুধবার (২২ জানুয়ারি) ভূমি মন্ত্রণালয়ের সভাকক্ষে সব কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। এ সময় ভূমি মন্ত্রণালয়ের নতুন দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টাকে ফুল শুভেচ্ছা জানান সিনিয়র সচিব।

সভার শুরুতে মন্ত্রণালয়ের কার্যক্রম সম্পর্কে বিস্তারিত উপস্থাপন করেন অতিরিক্ত সচিব (উন্নয়ন) মো. এমদাদুল হক চৌধুরী।

ভূমি উপদেষ্টা বলেন, আমাদের চাহিদার তুলনায় ভূমি কম। আর অপরাধের বড় একটা ক্ষেত্র ভূমিকে কেন্দ্র করে। জনগণকে কাঙ্ক্ষিত সেবাদানে সর্বদা সচেতন থাকবেন। যেকোনো অযাচিত শক্তির বিরুদ্ধে নিশ্চিন্তে কাজ করুন, অযাচিত শক্তির বিরুদ্ধে আপনাদের প্রটেক্ট করার দায়িত্ব আমার। সময়ের পরিক্রমায় ভূমিসেবা ডিজিটাইজ হওয়া খুবই জরুরি। টেকসই ডিজিটাইজ ভূমিসেবা নিশ্চিত করতে নিষ্ঠার সাথে কাজ করুন। ডিজিটাইজ সেবাদানে ডিভাইসের পেছনে যে মানুষটি কাজ করবেন, তাকেও সততার সাথে দায়িত্ব পালন করতে হবে। জনগণকে প্রকৃত সেবাদানের মাধ্যমে মন্ত্রণালয়ের প্রতি জনগণের ইতিবাচক ভাবমূর্তি সৃষ্টি করতে হবে।  

সিনিয়র সচিব এএসএম সালেহ আহমেদের সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান (সচিব) এজেএম সালাউদ্দিন নাগরী, ভূমি আপিল বোর্ডের চেয়ারম্যান (সচিব) মুহাম্মদ ইব্রাহিমসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

বাংলাদেশ সময়: ২১০২ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০২৫
এসকে/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।