ঢাকা, সোমবার, ২২ বৈশাখ ১৪৩২, ০৫ মে ২০২৫, ০৭ জিলকদ ১৪৪৬

জাতীয়

হেলমেট পরা দুর্বৃত্তদের গুলিতে আহত চালকদলের সভাপতি 

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:০৯, জানুয়ারি ১৭, ২০২৫
হেলমেট পরা দুর্বৃত্তদের গুলিতে আহত চালকদলের সভাপতি  আহত চালকদলের সভাপতি জুয়েল

ঢাকা: রাজধানীর মধ্যবাড্ডায় দুর্বৃত্তদের গুলিতে মো. জুয়েল খন্দোকার (৫০) নামে এক ব্যক্তি আহত হয়েছেন। তিনি জাতীয়তাবাদী চালকদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি।

শুক্রবার (১৭ জানুয়ারি) সন্ধ্যা পৌনে ৭টার দিকে মধ্যবাড্ডা মুক্তিযোদ্ধা চত্বর এএনজেড ভবনের নিচে ঘটনাটি ঘটে। আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়েছে।

আহত জুয়েল খন্দোকার নিজেই জানান, তার বাসা মধ্য বাড্ডার মুক্তিযোদ্ধা চত্বরে। তিনি চালকদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি। সন্ধ্যার দিকে মধ্যবাড্ডা মুক্তিযোদ্ধা চত্বরে এএনজেড ভবনের নিচে একটি সমিতির টাকার হিসাব করছিলেন তিনি। এ সময় ৬ থেকে ৭টি মোটরসাইকেলযোগে ১৫/১৬ জন এসে আমাকে লক্ষ্য করে গুলি করে পালিয়ে যায়। তাদের সবার মাথায় হেলমেট থাকায় চিনতে পারিনি।  

তিনি আরো জানান, ঘটনার কয়েক ঘণ্টা আগে মাহবুব নামের এক শীর্ষ সন্ত্রাসী দুবাই থেকে মোবাইলফোনে কল দিয়ে ২ লাখ টাকা চাঁদা দাবি করে। কিন্তু টাকা দিতে অস্বীকার করি। ধারণা করছি, সন্ত্রাসী মাহবুবের বাহিনী এসে আমাকে গুলি করেছে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, সন্ধ্যার দিকে বাড্ডা থেকে গুলিবিদ্ধ হয়ে একজন হাসপাতালে এসেছেন। তার ডান পায়ের উরুতে গুলি লেগেছে। জরুরি বিভাগে তার চিকিৎসা চলছে।

বাংলাদেশ সময়: ২১০০ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০২৫
এজেডএ/এসএএইচ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ