ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

জাবিতে ক্লাস শুরু আজ

জাবি প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০১ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১০
জাবিতে ক্লাস শুরু আজ

জাবি: ১৮ দিন বন্ধ থাকার পর আজ শনিবার থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নিয়মিত ক্লাস এবং পরীক্ষা শুরু হয়েছে।

পুজা ও প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণীর ভর্তি পরীক্ষা উপলে জাবিতে ছুটি ঘোষণা করা হয়।



ছুটি কাটিয়ে শনিবার শিক্ষার্থীরা ক্যাম্পাসে ফিরতে শুরু করেছে। ফলে ক্যাম্পাসে আবার প্রাণ চাঞ্চল্য ফিরে এসেছে।

উল্লেখ্য, দুর্গাপুজা এবং লক্ষ্মীপুজা উপলে গত ১২ থেকে ২২ অক্টোবর পর্যন্ত মোট ১১ দিন বিশ্ববিদ্যালয়ের কাসসমূহ বন্ধ ছিল।

এ ছাড়া ২৩ থেকে ২৭ অক্টোবর পর্যন্ত প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণীর ভর্তি পরীক্ষার জন্য সকল কাস বন্ধ থাকায় মোট ১৮ দিন পর শনিবার থেকে বিশ্ববিদ্যালয়ের সব বিভাগে নিয়মিত ক্লাস এবং পরীক্ষা শুরু হচ্ছে।

বাংলাদেশ সময়: ১০৫০ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।