ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

মিজানুরের বাড়িতে রাবি শিক্ষক সমিতি, হত্যার বিচার দাবি

জনাব আলী, রাবি প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৮ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১০

রাবি: নাটোরের লোকমানপুর কলেজের নিহত শিক্ষক মিজানুর রহমানের বাড়িতে গিয়ে তার পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শিক্ষক সমিতি।

শুক্রবার সন্ধ্যায় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. আজিজুল হক ও সাধারণ সম্পাদক ড. আনন্দ কুমারের নেতৃত্বে একটি শিক্ষক প্রতিনিধিদল রাজশাহীর চারঘাটের চক লক্ষ্মীপুরে মিজানুরের বাড়িতে গিয়ে তার স্ত্রী, সন্তান এবং পরিবারের অন্য সদস্যদের সঙ্গে কথা বলেন।



এ সময় শিক্ষক প্রতিনিধিরা মিজানুর রহমান হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের বিচার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান। একইসঙ্গে দেশে যেন আর কোনো ইভটিজিঙের (মেয়েদের উত্যক্ত করা) ঘটনা না ঘটে সেজন্য সরকারকে কার্যকর পদপে নেওয়ার দাবি জানান।

রাবি শিক্ষক প্রতিনিধিদলের সদস্যরা জানান, মিজানুরের পরিবারের যেকোনো প্রয়োজনে রাবি শিক্ষকসমাজ তাদের পাশে থাকবে।

প্রায় ঘণ্টাব্যাপী অবস্থানকালে শিক্ষক নেতারা মিজানুর রহমানের কবর জিয়ারত এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

প্রতিনিধিদলে অন্যান্যের মধ্যে ছিলেন শিক্ষক সমিতির কোষাধ্য অধ্যাপক ড. সুলতানুল ইসলাম, সদস্য অধ্যাপক ড. এসএম জাহিদ হোসেন, আবুল কালাম ফজলুল হক।

শিক নেতারা দেশে সবার প্রতি ইভটিজিঙের বিরুদ্ধে সামাজিক আন্দোলন চালিয়ে যাওয়ার আহ্বান জানান।

বাংলাদেশ সময়: ১০২৮ ঘণ্টা, অক্টোবর ৩০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।