ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

সাভারে পালিত হচ্ছে বৌদ্ধ ধর্মের কঠিন চীবরদান উৎসব

জাহিদুর রহমান, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২১ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১০
সাভারে পালিত হচ্ছে বৌদ্ধ ধর্মের কঠিন চীবরদান উৎসব

সাভার: নানা আয়োজনে সাভারে পালিত হচ্ছে বৌদ্ধ ধর্মের অন্যতম ধর্মীয় আচার দানোত্তম শুভ কঠিন চীবরদান উৎসব।

দিনটি উদযাপন উপলক্ষে দেশ-বিদেশের বিভিন্ন স্থান থেকে আসা বৌদ্ধ ধর্মের অনুসারীদের মিলনমেলায় পরিণত হয়েছে সাভারের আশুলিয়ায় বৌদ্ধ ধর্মের অন্যতম উপাসনালয় বোধিজ্ঞান ভাবনা কেন্দ্র।



শনিবার সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে জাতীয় ও ধর্মীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসটির কর্মসূচি শুরু হয়।

রাউজান আনন্দ বিহারের অধ্যক্ষ স্মৃতিধর ভদন্ত শীলানন্দ মহাথেরোর সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন বোধিজ্ঞান ভাবনার পরিচালক ও বিদর্শনাচার্য আসিন জিন রতি থের। ধর্মদেশনা করেন চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাচ্য ভাষা বিভাগের চেয়ারম্যান ডক্টর জ্ঞানরত্ন থের। অনুষ্ঠানে সংঘদান ও চীবর উৎসর্গ করা হয়।

অধ্য স্মৃতিধর ভদন্ত শীলানন্দ মহাথের বলেন, ‘বাংলাদেশের অতীত ঐতিহ্য বৌদ্ধিক চেতনার ওপর দাঁড়িয়ে যা সরকারের প্রত্নতাত্ত্বিক ইতিহাসেও লেখা রয়েছে। আরও বেশি করে এ চেতনার বিকাশ ঘটালে সমাজে শান্তি প্রতিষ্ঠিত হবে। ’

আসিন জিন রতি থের বলেন, ‘বৌদ্ধের বাণী ব্যাপকভাবে সমাজে প্রচার করা গেলে সমাজ থেকে অহিংসা দূর হবে এবং পারস্পরিক সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় হবে। ’

অনুষ্ঠানে থাইল্যান্ড ও শ্রীলঙ্কার রাষ্ট্রদূত উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ০৯৫১ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।