ঢাকা, রবিবার, ২১ বৈশাখ ১৪৩১, ০৫ মে ২০২৪, ২৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ফুটেছে রাতের রাণী

মান্নান মারুফ, সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪২৮ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১০
ফুটেছে রাতের রাণী

ঢাকা: লালবাগের বিসি দাস রোডের সৈয়দা ফজিলা খাতুনের বাড়িতে চতুর্থবারের মতো নাইটকুইন ফুল ফুটেছে। শুক্রবার রাত ১১ টায় এ ফুল ফোটে।



ফজিলা বাংলানিউজকে জানান, ২০০২ সালে তার এক বান্ধবী বিদেশ থেকে এনে নাইটকুইনের একটি চারা তাকে উপহার দেন। ৫ বছর অপেক্ষার পর ২০০৭ সালের ৭ জুন রাত বারটায় প্রথম ফুল ফোটে ওই গাছে। এরপর প্রতিবছর একবার করে ওই গাছে নিয়মিত ফুটে আসছে রাতের রাণী। এরই ধারাবাহিকতায় শুক্রবার দু’টি ফুল ফোটে।

জানা গেছে, এ গাছে ফুল সাধারণত পাতা থেকে বের হয়। এভাবে একটি ফুল পরিপূর্ণভাবে ফুটতে ৫ ঘন্টা সময় লাগে। ফুল ফোটার পরদিন সকাল থেকে ফুলটি ছোট হতে থাকে। এরপর ৭ দিনের মধ্যে ফুলটি ঝরে যায়।

বাংলাদেশ সময়: ১:১০ ঘন্টা, অক্টোবর ৩০, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।