ঢাকা, বৃহস্পতিবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৮ এপ্রিল ২০২৪, ০৮ শাওয়াল ১৪৪৫

জাতীয়

গাজীপুরে জাপানি টেকনেশিয়ানের আকস্মিক মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৩৩ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১০

গাজীপুর: গাজীপুরে শুক্রবার রাতে একটি পোষাক কারখানায় কর্মরত এক জাপানি প্রকৌশলী হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। তার নাম ওয়াদা ওশিউকি (৪৯)।



তিনি গাজীপুর সদর উপজেলার নলজানি গ্রামের কজিমা লিরিক নামের পোশাক কারখানায় কর্মরত ছিলেন। থাকতেন উত্তরার ১০নং সেক্টরে।

কজিমা লিরিকের পরিচালক কামরুল আনোয়ার রিপন বাংলানিউজকে জানান, কাজ শেষে অফিসের গাড়িযোগে তিনি বাসায় ফেরার পথে তিনি বুকে ব্যথা অনুভব করেন। সহকর্মীরা রাত ৮টার দিকে তাকে টঙ্গী সরকারি হাসপাতালে ভর্তি করান। পরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
 
টঙ্গী হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. মাহবুবুর রহমান চৌধুরী জানান, শ্বাসকষ্ট ও বুকে ব্যাথা নিয়ে হাসপাতালে ভর্তি হন ওয়াদা। চিকিৎসা শুরু করার পর অবস্থার আরও অবনতি ঘটলে তাকে ঢাকা হৃদরোগ ইনস্টিটিউটে রেফার করা হয়।

তিনি জানান, এর মিনিট কয়েক পরই রাত ৮টা ১০মিনিটের দিকে ওয়াদা মারা যান।

টঙ্গী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী রুহুল ইমাম জানান, এ ব্যাপারে টঙ্গী থানায় সাধারণ ডায়রি করা হয়েছে।

ওয়াদার লাশ জাপানে পাঠানোর আগে পর্যন্ত সংরণের জন্য রাত সাড়ে ১০টার দিকে ঢাকার সোহরোয়ার্দী হৃদরোগ হাসপাতালের হিমাগারে নিয়ে গেছে কারখানা কর্তৃপ।

বাংলাদেশ সময়: ০১০১ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ