ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

ফেনীতে ভারতীয় পণ্য বর্জনের ডাক হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ছাত্র-যুব ফ্রন্টের

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০১৪ ঘণ্টা, ডিসেম্বর ৮, ২০২৪
ফেনীতে ভারতীয় পণ্য বর্জনের ডাক হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ছাত্র-যুব ফ্রন্টের

ফেনী: সনাতন ধর্মের নাম ভাঙিয়ে রাষ্ট্রের মধ্যে বিশৃঙ্খলা ও ধর্মীয় দাঙ্গা লাগানোর চেষ্টায় ভারতের অবৈধ হস্তক্ষেপের প্রতিবাদে ফেনীতে বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল করেছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ছাত্র-যুব ফ্রন্ট।

শনিবার (০৭ ডিসেম্বর) সন্ধ্যায় ফেনী শহরের কেন্দ্রীয় জয়কালী মন্দির থেকে মিছিলটি শুরু হয়ে শহরের ট্রাংক রোড, বড় মসজিদ, প্রেসক্লাব প্রদক্ষিণ করে খেজুর চত্বরে সমাবেশে মিলিত হয়।

বক্তারা বলেন, ৫ আগস্টের পর ফেনীতে সনাতনী ধর্মের কোনো ব্যক্তির বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা হয়নি। যারা আওয়ামী লীগ করে মানুষের প্রতি অন্যায়-অত্যাচার করেছে, তাদের দায় সনাতন ধর্মের লোকেরা নেবেন না।

তারা আরও বলেন, ভারত অবৈধভাবে স্বাধীন সার্বভৌম বাংলাদেশের ওপর হস্তক্ষেপ করছে। এটি আমরা মেনে নেব না। এর প্রতিবাদে আমরা ভারতীয় পণ্য বয়কট করব৷

মিছিল পরবর্তী সমাবেশে বক্তব্য দেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ছাত্র-যুব ফ্রন্ট ফেনীর সভাপতি জীবন কৃষ্ণ দে। সিনিয়র যুগ্ম সচিব টুটুল চন্দ্র নাথ।

বাংলাদেশ সময়: ০০১১ ঘণ্টা, ডিসেম্বর ০৮, ২০২৪
এসএইচডি/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।