ঢাকা, শনিবার, ২০ বৈশাখ ১৪৩২, ০৩ মে ২০২৫, ০৫ জিলকদ ১৪৪৬

জাতীয়

নাটোর শহরে মোবাইল ফোনের দোকানে চুরি, ১৬ লাখ টাকার মালামাল লুট

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:১০, ডিসেম্বর ৪, ২০২৪
নাটোর শহরে মোবাইল ফোনের দোকানে চুরি, ১৬ লাখ টাকার মালামাল লুট

নাটোর: নাটোরে রোজ টেলিকম নামে একটি মোবাইল ফোনের দোকানে চুরি সংঘটিত হয়েছে। এতে প্রায় ১৬ লাখ টাকার ক্ষতি মালামাল নিয়ে গেছে চোরেরা।

বুধবার (৪ ডিসেম্বর) সকালে শহরের মসজিদ মার্কেটের ওই দোকান থেকে এ চুরির ঘটনা ঘটে।

মার্কেটের ব্যবসায়ীরা বাংলানিউজকে জানান, আজ সকাল ৯টার দিকে তারা দেখেন রোজ টেলিকম নামের ওই দোকানের তালা খুলে ভেতরে কেউ কাজ করছে। তারা মনে করেছেন দোকানের মালিক বা কর্মচারীরা কেউ দোকানে ঢুকেছেন। পরে তারা জানতে পারেন দোকানে চুরি হয়েছে।

রোজ টেলিকমের স্বত্বাধিকারী ইশতিয়াক আহমেদ শুভ বাংলানিউজকে জানান, তারা প্রতিদিনের মতো আজ সকালে দোকানে আসেন। এসে তালা খোলা দেখতে পান। পরে শাটার তুলে ভেতরে গিয়ে দেখেন সব মোবাইল ফোন গায়েব। তিনি আরও জানান, দোকানে ১৫ থেকে ১৬ লাখ টাকার মোবাইল ফোন ছিল। একটি মোবাইল ফোনও দোকানে অবশিষ্ট নেই। এ ব্যাপারে নাটোর সদর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবুর রহমান বাংলানিউজকে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করেছে। আশা করা যাচ্ছে খুব শিগগিরই চোর শনাক্ত এবং মোবাইল ফোন উদ্ধার করা সম্ভব হবে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৮০৭ ঘণ্টা, ডিসেম্বর ০৪, ২০২৪
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।