ঢাকা, মঙ্গলবার, ২৫ অগ্রহায়ণ ১৪৩১, ১০ ডিসেম্বর ২০২৪, ০৭ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ফেসবুকে ‘হা-হা’ রিয়েক্ট নিয়ে সংঘর্ষ, ছুরিকাঘাতে ৪ তরুণ আহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৪৪ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০২৪
ফেসবুকে ‘হা-হা’ রিয়েক্ট নিয়ে সংঘর্ষ, ছুরিকাঘাতে ৪ তরুণ আহত

ফেনী: সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক পোস্টে ‘হা হা’ দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে ছুরিকাঘাতে চারজন তরুণ আহত হয়েছে। তাদের মধ্যে দুইজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

 

শুক্রবার (২৯ নভেম্বর) রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে ফেনীর সদর উপজেলার কাজীরবাগ ইউনিয়নের পশ্চিম সোনাপুর গ্রামে এ ঘটনা ঘটে।  

আহতরা হলেন- পশ্চিম সোনাপুর গ্রামের নুরুল আবছারের ছেলে মো. অমিত হাসান (১৮), এয়াকুব মিয়ার ছেলে জিসান (১৭) সিরাজুল ইসলামের ছেলে শরীফুল ইসলাম (১৭), মো. শাহীনের ছেলে রিজন (১৬)। আহতরা সবাই মাধ্যমিকের শিক্ষার্থী বলে জানা গেছে।  

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, কয়েকদিন আগে অমিত হাসানের ফেসবুক পোস্টে ‘হা হা’ রিয়েক্ট দেন নিলয় নামে একই এলাকার এক কিশোর। শুক্রবার রাতে সোনাপুর ইসলামি সেন্টারের সামনে অমিত হাসানসহ ৬/৭ জন কিশোর নিলয়কে হা হা রিয়েক্ট দেওয়ার কারণ জিজ্ঞেস করলে বাকবিতণ্ডায় জড়ায় নিলয় ও অমিত। এক পর্যায়ে পকেট থেকে টিপ ছুরি বের করে অমতিসহ বাকিদের ওপর হামলা করে নিলয়। এতে অমিতসহ চারজন আহত হন। পরে গুরুতর আহত অবস্থায় রিজন ও শরীফকে চট্টগ্রাম মেডিকেল কলেজ রেফার্ড করা হয়েছে। বাকি দুইজনকে ফেনী জেনারেল হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।  

আহত রিজন বলেন, আমরা কেউ তাকে (নিলয়কে) কিছু বলিনি। অমিত ভাই শুধু জিজ্ঞেস করেছে কেন হা হা রিয়েক্ট দিয়েছো। এতেই তিনি ক্ষিপ্ত হয়ে আমাদের ওপর আক্রমণ করে।  

ফেনী জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. সাইদুর রহমান বলেন, আহত চারজনের মধ্যে দুইজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। একজনকে হাসপাতালে ভর্তি রাখা হয়েছে। অন্য একজন প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি চলে যান।  

এ বিষয়ে ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মর্ম সিংহ ত্রিপুরা বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযুক্ত নিলয়কে আটক করতে পুলিশ কাজ করছে।

বাংলাদেশ সময়: ০৭৪৪ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০২৪
এসএইচডি/এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।