ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

শব্দদূষণ নিয়ন্ত্রণে ট্রাফিক পুলিশকে সম্পৃক্ত করার দাবি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৪৪ ঘণ্টা, জুলাই ২, ২০১০

ঢাকা: শব্দদূষণ নিয়ন্ত্রণ বিধিমালার কার্যকর বাস্তবায়নে ট্রাফিক পুলিশকে সম্পৃক্ত করার দাবি জানিয়েছে দেশের বিভিন্ন পরিবেশ উন্নয়ন সংগঠন। শুক্রবার সকালে জাতীয় প্রেসকাবের সামনে নিরাপদ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন ও গ্রিন মাইন্ড সোসাইটির যৌথ উদ্যোগে আয়োজিত অবস্থান কর্মসূচিতে এ দাবি জানানো হয়।



অবস্থান কর্মসূচিতে পরিবেশ বাঁচাও আন্দোলন, ডাব্লিউবিবি ট্রাস্ট, টিডাব্লিউসিসহ পরিবেশ উন্নয়নে কর্মরত সংগঠনের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

নিরাপদ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন চেয়ারম্যান ইবনুল সাঈদ রানা বলেন, যারা অযথা হর্ন বাজান, তাদের শাস্তি দিতে হবে। এজন্য বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ এর শব্দদূষণ নিয়ন্ত্রণ বিধিমালা বাস্তবায়নে ট্রাফিক পুলিশকে সম্পৃক্ত করতে হবে। এছাড়া মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে প্রাইভেট কার থেকে হাইড্রোলিক হর্ন অপসারণ করতে হবে।

গ্রিন মাইন্ড সোসাইটি এর নির্বাহী পরিচালক মো. আমির হাসান শব্দদূষণের ভয়াবহতা তুলে ধরার জন্য সংবাদপত্র, বেতার ও টেলিভিশন চ্যানেলকে এগিয়ে আসার পরামর্শ দেন।

বাংলাদেশ সময় ১৪৪২ ঘণ্টা, ২ জুলাই ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।