ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

পূর্বধলার সাবেক সাংসদ ডা. মোহাম্মদ আলী আর নেই

জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৯ ঘণ্টা, অক্টোবর ৩, ২০১২

নেত্রকোনা: নেত্রকোনা-৫ (পূর্বধলা) আসনের সাবেক বিএনপি দলীয় সংসদ সদস্য জেলা বিএনপির সাবেক আহ্বায়ক ডা. মোহাম্মদ আলী ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে... রাজিউন)। মৃত্যকালে তার বয়স হয়েছিল সত্তর বছর।



বুধবার বিকেল ৩টার দিকে ঢাকার অ্যাপোলো হসপিটালে তিনি মারা যান।

তিনি স্ত্রী অধ্যক্ষ রাবেয়া আলী, ২ ছেলে ও ২ মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। মরহুমের লাশ বৃহস্পতিবার পূর্বধলার উপজেলার বারহায় গ্রামে তাকে দাফন করা হবে।

পরিবার সূত্রে জানা যায়, বুধবার সকালে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়লে বারিধারার বাসা থেকে অ্যাপোলো হসপিটালে ভর্তি করা হয়। সেখানে ভর্তির কিছুক্ষণ পরই তিনি মারা যান।

উল্লেখ্য, তিনি ১৯৯৬ সালে ও ২০০১ সালে পূর্বধলা আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।

বাংলাদেশ সময়: ১৭৫৩ ঘণ্টা, অক্টোবর ০৩, ২০১২
সম্পাদনা: মাহাবুর আলম সোহাগ, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।