ঢাকা, বুধবার, ২৪ বৈশাখ ১৪৩২, ০৭ মে ২০২৫, ০৯ জিলকদ ১৪৪৬

জাতীয়

সাতক্ষীরায় বাস-মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষে নিহত ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯:৩৩, নভেম্বর ১০, ২০২৪
সাতক্ষীরায় বাস-মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষে নিহত ১

সাতক্ষীরা: সাতক্ষীরার দেবহাটায় যাত্রীবাহী বাস ও মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষে লক্ষীকান্ত মণ্ডল (৫৭) নামে এক মাছ ব্যবসায়ী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন মাহিন্দ্রার আরও ছয় যাত্রী।

শনিবার (৯ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে দেবহাটা উপ‌জেলার চাঁদপুর মাদরাসা সংলগ্ন সাতক্ষীরা-কালিগঞ্জ মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

নিহত লক্ষীকান্ত সাতক্ষীরার সদর উপজেলা বৈচনা গ্রামের বাসিন্দা। এছাড়া আহতরা হলেন- একই এলাকার প্রেমকান্ত মণ্ডল, সাধনা রানী, সরমা মণ্ডল, কবিতা মণ্ডল, মনীষা ও সীতা মণ্ডল।  

নিহতের বড় ভাই দুলাল চন্দ্র মণ্ডল জানান, কালিগঞ্জ থেকে একটি অনুষ্ঠান শেষে তার ভাই লক্ষীকান্তসহ ছয়জন মাহিন্দ্রা যোগে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে চাঁদপুর এলাকায় পৌঁছা‌লে তাদের বহনকারী মাহিন্দ্রাটির সঙ্গে বিপরীত দিক থেকে আসা মামুন পরিবহন নামে একটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাহিন্দ্রাটি উল্টে সাতজন গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় লক্ষীকান্তের মৃত্যু হয়।

দেবহাটা থানার উপপরিদর্শক সুজন তালুকদার সড়ক দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, ঘাতক বাসসহ চালক রুবেল হোসেনকে আটক করা হয়েছে। এঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ০৯৩৩ ঘণ্টা, নভেম্বর ১০, ২০২৪
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।