ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ঢাবিতে চলছে ফাইন্যান্স উৎসব

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৪১ ঘণ্টা, জুলাই ২, ২০১০

ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) শুক্রবার সকালে শুরু হয়েছে ফাইন্যান্স উৎসব ২০১০। বিভাগের শিক্ষক , শিক্ষার্থী, প্রাক্তন শিক্ষার্থী ও অতিথিদের অংশগ্রহণে নাচ, গান, আবৃত্তি, উপস্থিত বক্তৃতা, বিতর্ক এবং নাটক মঞ্চায়নের মাধ্যমে জমে ওঠে এ উৎসব।



ফাইন্যান্স বিভাগের প্রধান অধ্যাপক আ আ মাহবুব উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক।

উদ্বোধনী অনুষ্ঠানে উপাচার্য বলেন, সমাজের অনাচার ও অর্থনৈতিক বৈষম্য দূর করতে না পারলে এই শিক্ষা অর্থহীন। তিনি সবাইকে দেশ ও সমাজের প্রতি আরও দ্বায়িত্বশীল হওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য অধ্যাপক হারুন-অর-রশীদ, কোষাধ্যক্ষ ড. মীজানুর রহমান ও বাণিজ্য অনুষদের ডিন ড. আব্বাস আলী খান।
সন্ধ্যায় সাংস্কৃতিক  অনুষ্ঠান এবং পুরষ্কার বিতরণীর মধ্যদিয়ে শেষ হবে এ আয়োজন।

বাংলাদেশ সময়: ১৫২২ ঘণ্টা, জুলাই ০২, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।