ঢাকা, রবিবার, ২৩ অগ্রহায়ণ ১৪৩১, ০৮ ডিসেম্বর ২০২৪, ০৫ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ডিএমপির ৩ কর্মকর্তাকে বদলি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৬ ঘণ্টা, নভেম্বর ৫, ২০২৪
ডিএমপির ৩ কর্মকর্তাকে বদলি

ঢাকা: ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) এক উপ-পুলিশ কমিশনার (ভারপ্রাপ্ত) ও দুই সহকারী পুলিশ কমিশনার পদমর্যাদার কর্মকর্তাকে বদলি করা হয়েছে।

ডিএমপি কমিশনার মো. মাইনুল হাসান স্বাক্ষরিত পৃথক আদেশে এ বদলি করা হয়।

আদেশে গোয়েন্দা তেজগাঁও বিভাগ ঢাকা মেট্রোপলিটন পুলিশের (তেজগাঁও জোনাল টিম) অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. শাহজাহান হোসেনকে উপ-পুলিশ কমিশনার (ভারপ্রাপ্ত) (সিটি সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগ) ঢাকা মেট্রোপলিটন পুলিশে, ডিএমপি সহকারী পুলিশ কমিশনার মো. ইলিয়াস কবিরকে গোয়েন্দা রমনা বিভাগে ও ডিএমপি সহকারী পুলিশ কমিশনার দেলোয়ার হোসেন খানকে ক্রাইম বিভাগ ঢাকা মেট্রোপলিটন (ক্রাইম-২) পুলিশ সহকারী পুলিশ কমিশনার পদে বদলি করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৪৩৪ ঘণ্টা, নভেম্বর ০৫, ২০২৪
এমএমআই/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।