ঢাকা, সোমবার, ২২ বৈশাখ ১৪৩২, ০৫ মে ২০২৫, ০৭ জিলকদ ১৪৪৬

জাতীয়

ময়মনসিংহে ফিলিং স্টেশনে অগ্নিকাণ্ডে নিহত ১, আহত ৫

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৩২, নভেম্বর ৪, ২০২৪
ময়মনসিংহে ফিলিং স্টেশনে অগ্নিকাণ্ডে নিহত ১, আহত ৫

ময়মনসিংহ: ময়মনসিংহ নগরীর রহমতপুর বাইপাস সড়ক এলাকায় আজাহার ফিলিং স্টেশনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে একজন নিহত হয়েছেন।

আহত হয়েছেন আরও পাঁচজন।

সোমবার (৪ নভেম্বর) দুপুর সোয়া ২টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম ও পরিচয় জানা যায়নি।  

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সফিকুল ইসলাম খান জানান, অগ্নিকাণ্ডের ঘটনায় একজন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন কমপক্ষে আরও পাঁচজন। বিস্তারিত পরে জানানো হবে।

ময়মনসিংহ ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার মো. দেলোয়ার হোসেন বলেন, ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

বাংলাদেশ সময়: ১৬৩২ ঘণ্টা, নভেম্বর ৪, ২০২৪
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।