ঢাকা, শুক্রবার, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ ডিসেম্বর ২০২৪, ১০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

পাকুন্দিয়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল দুই বন্ধুর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৬ ঘণ্টা, নভেম্বর ৩, ২০২৪
পাকুন্দিয়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল দুই বন্ধুর

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল খাদে পড়ে দুই বন্ধু নিহত হয়েছেন।  

রোববার (৩ নভেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার মঠখোলা নতুন বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন-উপজেলার এগারসিন্দুর ইউনিয়নের চরখামা গ্রামের কামাল উদ্দিনের ছেলে পলাশ (১৭) ও একই গ্রামের আসাদ মিয়ার ছেলে রিয়াদ (১৮)।  

স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার (৩ নভেম্বর) দুপুর ১২টার দিকে মোটরসাইকেলে করে পলাশ ও রিয়াদ নামে দুই বন্ধু পাকুন্দিয়া উপজেলা সদরের দিকে যাচ্ছিলেন। পথে উপজেলার মঠখোলা নতুনবাজার এলাকায় একটি অটোরিকশাকে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেলটি রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী পলাশের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় রিয়াদকে উদ্ধার করে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন।

পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাখাওয়াৎ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।  

বাংলাদেশ সময়: ১৬০৮ ঘণ্টা, নভেম্বর ০৩, ২০২৪
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।