ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

জাতীয়

খাগড়াছড়িতে জনতা ব্যাংকে ডাকাতি, ২৪ লাখ টাকা লুট

জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৩২ ঘণ্টা, জুলাই ২, ২০১০
খাগড়াছড়িতে জনতা ব্যাংকে ডাকাতি, ২৪ লাখ টাকা লুট

খাগড়াছড়ি: জেলা শহরে জনতা ব্যাংকের প্রধান কার্যালয় থেকে শুক্রবার ভোরে ২৪ লাখ টাকা লুট হয়েছে।

ব্যাংকের ব্যবস্থাপক সাইফুল আলম বাংলানিউজটোয়েন্টিফোর.কম.বিডিকে জানান, ভোর আনুমানিক ৪টার দিকে এ লুটের ঘটনা ঘটে বলে ধারণা করা হচ্ছে।

এ সময় ডাকাতদল ব্যাংকের ভল্ট ভেঙে ২৪ লাখ টাকা লুট করে নিয়ে গেছে।

সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদ জানান, এ ঘটনায় জড়িত সন্দেহে ব্যাংকের নৈশপ্রহরী রফিকুল আলমকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

খাগড়াছড়ির পুলিশ সুপার ও জেলা প্রশাসক ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

বাংলাদেশ সময়: ১৩৪৩ ঘণ্টা, জুলাই ০২, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।