ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

আওয়ামী লীগই আদি সংবিধানে ফিরবে না: মওদুদ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩০৫ ঘণ্টা, জুলাই ২, ২০১০
আওয়ামী লীগই আদি সংবিধানে ফিরবে না: মওদুদ

ঢাকা: ক্ষমতাসীন আওয়ামী লীগ কখনোই পঞ্চম সংশোধনী বাতিল করে আদি সংবিধানে ফিরে যাবে না । এমনটি মনে করছেন বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ।

তাঁর অভিযোগ , সরকার নিজের ব্যর্থতা ঢাকতে এবং মানুষের দৃষ্টি ভিন্নদিকে নিতেই এ নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে। ’

দেশে পঞ্চম সংশোধনী বাতিল করে ৭২-এর সংবিধানে ফিরে যাওয়া সম্ভব নয় বলেও মনে করেন মওদুদ।

জাতীয় প্রেসক্লাবে শুক্রবার বাংলাদেশ সাংস্কৃতিক একাডেমি আয়োজিত ‘পঞ্চম সংশোধনী বাতিল জাতীয় স্বাধীনতার জন্য হুমকি’ শীর্ষক গোলটেবিল বৈঠকে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ‘৭২ এর সংবিধান অনেক ভালো তবে এতে কিছু শূন্যতাও ছিল। প্রেসিডেন্ট জিয়াউর রহমান সেই শূন্যতা পূরণ করেছেন। ’

বিএনপি নেতা আরও বলেন, ‘আওয়ামী লীগ ওই সংবিধানে কখনও ফিরে যাবে না। তারা নিজের ব্যর্থতা ঢাকতে এবং মানুষের দৃষ্টি অন্য দিকে প্রবাহিত করতেই বিভ্রান্তি ছড়াচ্ছে। ’

‘দেশে কমিউনিস্ট পার্টি রাজনীতি করতে পারলে ধর্মভীরুরা কেন পারবে না?’ এমন প্রশ্ন তোলেন তিনি।
 
বৈঠকে বিএনপি স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘পঞ্চম সংশোধনী কোনো সাধারণ ঘটনা নয়। দেশে আবারও বাকশালী শাসন প্রতিষ্ঠা করতেই সরকার এই সংশোধনী বাতিলের চেষ্টা করছে। ’

সাংসদ ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন বলেন, পঞ্চম সংশোধনী বাতিল ও সাম্প্রদায়িক দাঙ্গার মধ্যে যোগসূত্র রয়েছে।

বাংলাদেশ সময়: ১৩৫৭ ঘণ্টা, জুলাই ০২, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।