ঢাকা, বৃহস্পতিবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৮ এপ্রিল ২০২৪, ০৮ শাওয়াল ১৪৪৫

জাতীয়

চট্টগ্রাম বিমানবন্দরে এক যাত্রীর কাছ থেকে ৭০ লাখ টাকার বিদেশি মুদ্রা উদ্ধার

চট্টগ্রাম ব্যুরো | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৩৫ ঘণ্টা, জুলাই ২, ২০১০

চট্টগ্রাম: চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দরে ওমান এয়ারলাইন্সের এক যাত্রীর কাছ থেকে প্রায় ৭০ লাখ টাকা সমমূল্যের বিদেশি মুদ্রা উদ্ধার করেছে চট্টগ্রাম কাস্টমস কর্তৃপক্ষ। মোহাম্মদ আলী নামে ওই যাত্রীর বাড়ি চট্টগ্রামের ফটিকছড়ি জেলায়।

পুলিশ তাকে আটক করেছে।

চট্টগ্রাম কাষ্টমস কর্তৃপক্ষ সূত্রে জানাগেছে, আলী সকাল নয়টায় ওমান যাওয়ার উদ্দেশ্যে বিমানে উঠে বসেন। পরে গোপন সংবাদের ভিত্তিতে কাস্টমস কর্তৃপক্ষ তার ব্যাগ তল্লাসী করে ৬৯ লাখ ৭৯ হাজার ৭১০ টাকা সমমূল্যের বিদেশী মুদ্রা উদ্ধার করে। উদ্ধারকৃত মুদ্রাগুলো অধিকাংশই মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের। আলীকে পরে বিমান থেকে নামিয়ে এনে আটক করা  হয়েছে।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সহকারি কমিশনার (ইমিগ্রেশন) মঈন উদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আটক আলীর বিরুদ্ধে পতেঙ্গা থানায় মুদ্রা পাচার আইনে মামলা করার প্রক্রিয়া চলছে। মামলা হয়ে গেলে তাকে ওই মামলায় গ্রেপ্তার দেখানো হবে।

বাংলাদেশ সময় ১৩১৮ ঘণ্টা, জুলাই ২, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ