ঢাকা, বৃহস্পতিবার, ২১ কার্তিক ১৪৩১, ০৭ নভেম্বর ২০২৪, ০৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

সবুজবাগে ঘরের ভেতর মিলল গলা কাটা নারীর লাশ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫১ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০২৪
সবুজবাগে ঘরের ভেতর মিলল গলা কাটা নারীর লাশ

ঢাকা: রাজধানীর সবুজবাগের দক্ষিণগাঁও এলাকার একটি বাসা থেকে সানাম আক্তার প্রিয়া (৩০) নামে এক নারীর গলা কাটা মরদেহ পেয়েছে পুলিশ। ধারণা করা হচ্ছে তাকে জবাই করে হত্যা করা হয়েছে।

সোমবার (১৪ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে দক্ষিণগাঁও শাহী মসজিদের পাশের একটি বাড়ি থেকে প্রিয়ার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠিয়েছে পুলিশ।

সবুজবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াছিন আলী এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, দুপুরের খবর পেয়ে দক্ষিণগাঁওয়ের বাসা থেকে ওই নারীর গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়। ওই নারী বাসায় একা থাকতেন।

ধারণা করা হচ্ছে, যারা হত্যাকাণ্ডটি ঘটিয়েছেন তারা নিহতের পূর্ব পরিচিত। বিষয়গুলো তদন্ত করে দেখা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে বলেও জানান ওসি।

নিহত প্রিয়ার গ্রামের বাড়ি মাগুড়া সদর উপজেলার চাদপুর গ্রামে। বাবার নাম মান্নু বিশ্বাস ওরফে চুন্নু।

বাংলাদেশ সময়: ২১৫০ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০২৪
এজেডএস/এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ