ঢাকা, শনিবার, ২০ বৈশাখ ১৪৩২, ০৩ মে ২০২৫, ০৫ জিলকদ ১৪৪৬

জাতীয়

মুক্তাগাছা পৌরসভার সাবেক মেয়র বিল্লাল সরকার গ্রেপ্তার 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:৩৫, অক্টোবর ৯, ২০২৪
মুক্তাগাছা পৌরসভার সাবেক মেয়র বিল্লাল সরকার গ্রেপ্তার 

ময়মনসিংহ: ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার সাবেক মেয়র বিল্লাল হোসেন সরকারকে (৫৮) গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১৪)।  

মঙ্গলবার (৮ অক্টোবর) বিকেলে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পরে তাকে মুক্তাগাছা থানায় হস্তান্তর করা হয়েছে।  

এর আগে র‍্যাবের একটি দল রাজধানীর ভাটারা থানাধীন বসুন্ধরা আবাসিক এলাকা থেকে বিল্লাল হোসেন সরকারকে গ্রেপ্তার করা হয়।  

গ্রেপ্তার বিল্লাল সরকার উপজেলার মনিরাবাড়ী গ্রামের মৃত গিয়াস উদ্দিন সরকারের ছেলে।

জানা যায়, গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর দখলদারি, চাঁদাবাজি, হত্যা, দুর্নীতি, ঘুষ গ্রহণসহ নানা অভিযোগে মুক্তাগাছা থানায় করা একাধিক মামলায় বিল্লালকে আসামি করা হয়। এরপর থেকেই আত্মগোপনে চলে যান তিনি।

র‍্যাব-১৪ এর কোম্পানি কমান্ডার ও অতিরিক্ত পুলিশ সুপার (এসপি) মো. সামসুজ্জামান এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ‍্য নিশ্চিত করেছেন।  

তিনি বলেন, গোপন তথ্যের ভিত্তিতে পলাতক আসামি বিল্লাল হোসেন সরকারের অবস্থান নিশ্চিত করে তাকে ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

বাংলাদেশ সময়: ১০৩৫ ঘণ্টা, অক্টোবর ৯, ২০২৪
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।