ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বাহুবলে বিজিবি সদস্যের লাশ উদ্ধার

জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪২ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০১২

হবিগঞ্জ: ঢাকা-সিলেট রেলপথের হবিগঞ্জের বাহুবল উপজেলার লস্করপুর রেলওয়ে স্টেশন থেকে শুক্রবার বিকেলে ফাহাদ সাইফুল্লাহ (২৬) নামে এক বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যের লাশ উদ্ধার করেছে পুলিশ।

ফাহাদ সাইফুল্লাহ চাপাঁইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার বাবুপুর গ্রামের বাসিন্দা।

তিনি ফেনী জেলার ছাগলনাইয়া-৩৯ ব্যাটালিয়নে কর্মরত ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, বিকেল সাড়ে ৫টার দিকে লস্করপুর স্টেশনের ২নং লাইনে ফাহাদের লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন।

পরে পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে শায়েস্তাগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়িতে হস্তান্তর করেছে।

এ বিষয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) দিদার এলাহী বাংলানিউজকে জানান, ফাহাদের মাথায় ও হাতে আঘাতে চিহ্ন রয়েছে। এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। কারণ, যে লাইনে লাশটি পাওয়া গেছে, সে লাইনে ট্রেন চলে না।

বাংলাদেশ সময়: ২১৩৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০১২
সম্পাদনা: শাফিক নেওয়াজ সোহান, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।