ঢাকা, শনিবার, ১৯ বৈশাখ ১৪৩২, ০৩ মে ২০২৫, ০৫ জিলকদ ১৪৪৬

জাতীয়

মাগুরায় ৩০ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:২২, অক্টোবর ১, ২০২৪
মাগুরায় ৩০ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ জব্দ ভারতীয় পণ্য

ঝিনাইদহ: মাগুরায় ভারতীয় প্রসাধনী সামগ্রী, চকলেট, থ্রিপিসসহ ও কম্বল, শাড়িসহ বিপুল পরিমাণ সামগ্রী জব্দ করেছে সেনাবাহিনী।

সোমবার (৩০ সেপ্টেম্বর) রাতে মাগুরা-যশোর মহাসড়কের ভায়না মোড় এলাকা থেকে এসব জব্দ করে ঝিনাইদহ সদর আর্মি ক্যাম্প।

মঙ্গলবার (১ অক্টোবর) দুপুরে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানান সেনাবাহিনীর ঝিনাইদহ সদর আর্মি ক্যাম্প অ্যাডজুটেন্ট ক্যাপ্টেন রাদ জাইম।

তিনি জানান, যশোর থেকে কুরিয়ার একটি সার্ভিসের কাভার্ডভ্যানে বিপুল পরিমাণ ভারতীয় পণ্যসামগ্রী ঢাকায় পাঠানো হচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। সেসময় প্রায় ৪০ প্রকার চকলেট, থ্রিপিস, কম্বল ও শাড়িসহ বিভিন্ন উপকরণ জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য প্রায় ৩০ লাখ টাকা। জব্দ হওয়া মালামাল মাগুরা থানায় সোপর্দ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫২০ ঘণ্টা, অক্টোবর ০১, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।