ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

জাতীয়

নিমতলী ট্র্যাজেডি: আরও একজনের মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৩১ ঘণ্টা, জুলাই ২, ২০১০
নিমতলী ট্র্যাজেডি: আরও একজনের মৃত্যু

ঢাকা: নিমতলীর ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় অগ্নিদগ্ধ ববিতা বর্মন (১৮) ২৮ দিন যন্ত্রণা ভোগ করে বৃহস্পতিবার রাত সাড়ে ৯ টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

ববিতার মা কল্পনা বর্মন জানান, ববিতা ২০০৮ সালে এইচএসসি পাস করে ঢাকায় এসে মামা ডা. বাদল বর্মনের বাসায় থেকে কম্পিউটার প্রশিক্ষণ নিচ্ছিলেন।



ববিতার পিতার নাম সুকুমার বর্মন, বাড়ি নেত্রকোণার কলমাকান্দা উপজেলার কেশবপুর এলাকায়।

তার সঙ্গে অগ্নিদগ্ধ তিন মামাতো ভাইবোনের অবস্থা এখনও সংকটাপন্ন।

বাংলাদেশের স্থানীয় সময়: ১০৩০ ঘণ্টা, জুলাই ০২, ২০১০


বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।