ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বিডিআর বিদ্রোহের ঘটনা পূর্ব পরিকল্পিত: প্রসিকিউটর

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১০ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১০
বিডিআর বিদ্রোহের ঘটনা পূর্ব পরিকল্পিত: প্রসিকিউটর

ঢাকা: পিলখানায় বিডিআর বিদ্রোহের ঘটনাকে পূর্ব পরিকল্পিত বলেছেন বিডিআর সদর দপ্তরের স্থাপিত বিশেষ আদালত-১০-এর প্রসিকিউটর মেজর মোকায়েত মোহাম্মদ আলী।

মঙ্গলবার বিকেলে বিশেষ আদালতের কার্যক্রম শেষে এক সাংবাদিক সম্মেলনে তিনি এ কথা বলেন।



তিনি বলেন, ‘অভিযুক্ত সিপাহী মোহাম্মদ খায়রুল ইসলাম বিদ্রোহের সাতদিন পূর্বে একজন মেজরকে জিজ্ঞেস করেছিলেন, বিদ্রোহ হলে সর্বোচ্চ শাস্তি কী। তখন ওই মেজর উত্তর দেন, মৃত্যুদণ্ড। ওই সৈনিক তখন বলেন, বিদ্রোহের শাস্তি তো সর্বোচ্চ সাত বছর কারাদণ্ড।

প্রসিকিউটর বলেন, ‘সিপাহী খায়রুলের ওই বক্তব্য থেকেই স্পষ্ট হয় এ বিদ্রোহ পূর্ব পরিকল্পিত। ’

বিডিআর বিদ্রোহের ঘটনায় জড়িত সদর দপ্তরের অধীন সব পরিদপ্তর ও রাইফেলস স্পোর্টস বোর্ডের (আরএসবি)-এর ৩৩৭ জওয়ানকে ‘জবাবদিহি’ শেষে বিকেল ৩টায় ২৬ ডিসেম্বর সকাল ১০টা পর্যন্ত বিশেষ আদালত-১০-এর কার্যক্রম মুলতবি ঘোষণা করা হয়।

মুলতবি ঘোষণার আগে দুপুর ১টায় অভিযুক্তদের ‘জবাবদিহিতা’ কার্যক্রম শুরু হয়। জবাবদিহিকালে আসামিরা দোষী নাকি নির্দোষ সে বিষয়ে জানতে চাওয়া হয়।

এ সময় জওয়ানদের দু’জন দোষ স্বীকার করেন। এরা হলেন হাবিলদার পরিতোষ চক্রবর্তী ও নায়েক আবুল কালাম আজাদ। দোষ স্বীকারের পর কথা বলতে চাইলেও আদালত তাদের কথা বলতে না দিয়ে হাতকড়া খুলে দিয়ে সামনের সারিতে বসার নির্দেশ দেন।

বাকি ৩৩৫ জনই নিজেদের নির্দোষ দাবি করেন। বিদ্রোহের সময় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলতে যাওয়া বিডিআর প্রতিনিধি সিপাহী সালাউদ্দিন এদের মধ্যে একজন।

পিলখানায় বিডিআর সদর দপ্তরের দরবার হলে স্থাপিত বিশেষ আদালত-১০ এ কর্নেল খন্দকার ওবায়দুল আহসানের নেতৃত্বে মঙ্গলবার সকাল সোয়া ১০টায় শুরু হয় বিচারকাজ।

এদিকে, মঙ্গলবার অভিযোগ শুনানিকালে আদালতে ১১টা ৫৫ মিনিটে অভিযুক্ত বিডিআর সুবেদার মুজাফফর অসুস্থ হয়ে পড়ায় তাকে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে নিয়ে ভর্তি করা হয়।

মামলায় বিচারক প্যানেলের অপর সদস্যরা হলেন, লে. কর্নেল নূরুল আলম, মেজর এএসএম কাওসার ও অ্যাটর্নি জেনারেলের প্রতিনিধি ডেপুটি অ্যাটর্নি জেনারেল কাজী মো. এজারুল হক আকন্দ। মামলায় বাদী হয়েছেন জেসিও নায়েব সুবেদার খোরশেদ আলী।

উল্লেখ্য, পিলখানায় ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি বিডিআর বিদ্রোহের ঘটনা ঘটে।

বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।