ঢাকা, শুক্রবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

সিরাজগঞ্জ ছেড়েছে ফুলবাড়ী অভিমুখী লংমার্চ

সুলতানা ইয়াসমিন মিলি, জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫১ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১০

সিরাজগঞ্জ: দিনাজপুরের ফুলবাড়ীর উদ্দেশ্যে মঙ্গলবার সকালে সিরাজগঞ্জ ছেড়েছে তেল, গ্যাস, খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দররক্ষা জাতীয় কমিটির লংমার্চ।

লংমার্চটি সকাল পৌনে ১০টায় সিরাজগঞ্জ শহরের হৈমবালা বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বাজার স্টেশন স্বাধীনতা স্কোয়ার চত্বর থেকে উত্তরাঞ্চলের উদ্দেশে রওয়ানা হয়।


 
এ সময় জাতীয় ও জেলা কমিটির নেতারা উপস্থিত ছিলেন।

ঢাকা থেকে শুরু হওয়া ফুলবাড়ি অভিমুখী লংমার্চটি টাঙ্গাইল হয়ে সোমবার সন্ধ্যায় সিরাজগঞ্জ পৌঁছে। পরে বাজার স্টেশন স্বাধীনতা স্কোয়ার চত্বরে সমাবেশ হয়।

তেল, গ্যাস, খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রা জাতীয় কমিটির সিরাজগঞ্জ জেলা আহবায়ক ইসমাইল হোসেনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন জাতীয় কমিটির আহবায়ক প্রকৌশলী শেখ মোহাম্মদ শহীদুল্লাহ, সদস্য সচিব আনু মোহাম্মদ, খালেকুজ্জামান, মঞ্জুরুল আহসান খান, টিপু বিশ্বাস, প্রমুখ।

বক্তারা পিএসসি চুক্তি বাতিলসহ জাতীয় কমিটি ঘোষিত ৭ দফা দাবী বাস্তবায়নের আহবান জানান।

সমাবেশ শেষে সিরাজগঞ্জ উদীচী শিল্পী গোষ্ঠী ও চারণ সাংস্কৃতিক কেন্দ্রের কেন্দ্রীয় শিল্পীরা গনসংগীত পরিবেশন করেন।

বাংলাদেশ সময়: ১৬৪০ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।