ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

সুনামগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজনের মৃত্যু

কাজী সায়েম, জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৫ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১০

সুনামগঞ্জ: সুনামগঞ্জ সদর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নজির হোসেন (৩৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার সকাল ৮টায় বাঁশ কাটার সময় এ দুর্ঘটনা ঘটে।



নিহত নজির হোসেন সদর উপজেলার ইব্রাহিমপুর গ্রামের আছকির মিয়ার  ছেলে।

প্রত্যদর্শীরা জানান, ‘মঙ্গলবার সকাল ৮টার দিকে নজির হোসেন বাড়ির পাশের বাঁশঝাড়ে বাঁশ কাটতে যান। এসময় পার্শ্ববর্তী বিদ্যুৎ লাইন থেকে বাঁশঝাড়ে বিদ্যুৎ প্রবাহিত হলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনি আহত হন। পরে তাকে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন।

সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, ‘এ ব্যাপারে কোনো অপমৃত্যু মামলা দায়ের হয়নি। ’

বাংলাদেশ সময়: ১৫৩০ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।