কক্সবাজার: কক্সবাজারে উখিয়ার ইনানী সৈকতে সাগরে গোসলে নেমে এক পর্যটকের মৃত্যু হয়েছে। এ সময় স্থানীয়রা মৃতের স্ত্রীকে উদ্ধার করেছেন।
শুক্রবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার জালিয়াপালং ইউনিয়নের ইনানী এলাকার হোটেল হোয়াইট কিচেন সংলগ্ন সৈকতের সাগরে এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেন জেলা প্রশাসনের পর্যটন সেলের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তানভীর হোসেন।
মৃত্যু হওয়া পর্যটক ফয়ছল আহমেদ (২৩) সিলেট জেলার সদর উপজেলার শাহজালাল উপশহরের ডি-ব্লকের বাসিন্দা আব্দুস সালামের ছেলে।
স্থানীয়দের বরাতে তানভীর হোসেন বলেন, শুক্রবার সকালে ফয়ছল আহমেদ তার স্ত্রীকে নিয়ে কক্সবাজার বেড়াতে আসেন। পরে তারা উখিয়া উপজেলার ইনানী এলাকার হোয়াইট কিচেন হোটেল উঠেন। দুপুরে স্বামী-স্ত্রী মিলে হোটেলটির সামনের সৈকতের সাগরে গোসলে করতে যান।
গোসলের এক পর্যায়ে ভাটার সময় স্রোতের টানে স্বামী-স্ত্রী দুইজনে ভেসে যেতে থাকেন। এতে তাদের শোর-চিৎকারে ঘটনাস্থলে উপস্থিত লোকজন স্ত্রীকে উদ্ধার করতে সক্ষম হলেও স্বামী ভেসে গিয়ে নিখোঁজ হন।
পর্যটন সেলের নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, খবর বিচ কর্মী ও পুলিশ সদস্যরা নিখোঁজ পর্যটকের সন্ধানে সমুদ্র সৈকতের বিভিন্ন পয়েন্ট উদ্ধার তৎপরতা চালায়। এক পর্যায় বিকেল পৌনে ৫টার দিকে ইনানী এলাকার হোটেল হোয়াইট কিচেনের সামনের সৈকত সাগরে নিখোঁজ পর্যটকের মরদেহ ভেসে আসে। পরে স্থানীয়দের খবরে মরদেহটি উদ্ধার করে।
পর্যটকের মরদেহটি কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানান মো. তানভীর হোসেন।
বাংলাদেশ সময়: ২০০৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০২৪
এসবি/জেএইচ