ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

দিনাজপুরে বিডিআর বিদ্রোহ বিচার কার্যক্রম বুধবার পর্যন্ত মুলতবি

জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৫ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১০

দিনাজপুর: দিনাজপুর ফুলবাড়ি ৪০ রাইফেলস ব্যাটালিয়নের বিডিআর বিদ্রোহের বিচারের কার্যক্রম আগামীকাল বুধবার সকাল পর্যন্ত মুলতবি ঘোষণা করা হয়েছে।

মঙ্গলবার পৌনে ১২ টায় বিশেষ আদালত-১৩ এর সভাপতি দিনাজপুর সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল সালেহ আহম্মেদ প্রথম দিনের বিচারের কার্যক্রম মুলতবি ঘোষণা করেন।



আগামীকাল বুধবার সকাল ১০টায় অভিযুক্ত ২৩ জন বিদ্রোহী জওয়ানের বিরুদ্ধে বিচার কার্যক্রম আবার শুরু হবে।  

আদালতের বিচার কাজে বিচারক প্যানেলের অন্য ৩ সদস্য হলেন লে. কর্নেল মাহফুজুর রহমান, মেজর দিদার আল-লতিফ এবং অ্যাটর্নি জেনারেলের প্রতিনিধি ডেপুটি অ্যাটর্নি জেনারেল এডভোকেট বিশ্বজিৎ রায়।

মঙ্গলবার মামলায় ৪০ রাইফেলস ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আমিরুল ইসলাম সিকদার আদালতে প্রসিকিউটর হিসেবে অংশগ্রহণ করেন।

এদিন ফুলবাড়ি ৪০ রাইফেলস ব্যাটালিয়নের নায়েক সুবেদার আসাদুজ্জামান আদালতে অভিযুক্তদের বিরুদ্ধে অভিযোগ দাখিল করেন। প্রথমদিনের বিচার কাজে বিডিআর বিদ্রোহের সাথে জড়িত থাকার অভিযোগে আরো ১০ জনকে আটক করে কারাগারে পাঠানো হয়।

আগামীকাল ২৭ অক্টোবর সকাল ১০টায় আবারও অভিযুক্ত বিডিআর সদস্যদের বিরুদ্ধে বিচার কাজ শুরু হবে।

বাংলাদেশ সময়: ১৩৪৫ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।