ঢাকা, শনিবার, ২০ আশ্বিন ১৪৩১, ০৫ অক্টোবর ২০২৪, ০১ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

শুক্রবার চালু হচ্ছে মেট্রোর কাজীপাড়া স্টেশন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০২৪
শুক্রবার চালু হচ্ছে মেট্রোর কাজীপাড়া স্টেশন

ঢাকা: ছাত্র-জনতার গণআন্দোলনের সময় দুর্বৃত্তদের হামলায় ক্ষতিগ্রস্ত হওয়া মেট্রোরেলের কাজীপাড়া স্টেশন আগামীকাল শুক্রবার (২০ সেপ্টেম্বর) থেকে চালু হচ্ছে। তবে সংস্কার কাজ শেষ না হওয়ায় মিরপুর-১০ স্টেশন বন্ধ থাকবে।

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) বিকালে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএসটিসিএল) প্রধান কার্যালয়ে আয়োজিত কনফারেন্সে এসব তথ্য জানান ডিএমটিসিএল এর ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুর রউফ।

কনফারেন্সে মোহাম্মদ আবদুর রউফ বলেন, আগামীকাল থেকে কাজীপাড়া স্টেশন চাল হবে৷ নির্ধারিত সময়সূচি অনুযায়ী কাজীপাড়াও মেট্রোরেল থামবে। উপদেষ্টা ও সচিবের নির্দেশনা আমাদের ডিএমটিসিএল টিম অক্লান্ত পরিশ্রম করে স্থানীয় পর্যায়ে বুদ্ধি খাটিয়ে আমরা কাজীপাড়া স্টেশন চলাচলের উপযোগী করেছি। এটা আমাদের ওপর চাপ ছিল। তারপরও মানুষকে সেবা দিতে আমরা দ্রুত সময়ের মধ্যে এ স্টেশন ঠিক করেছি।

তবে কাজীপাড়া স্টেশন চালু হলেও আপাতত বন্ধই থাকছে মিরপুর-১০ স্টেশন। এ বিষয়ে তিনি বলেন, অনিবার্য কারণবশত মিরপুর-১০ স্টেশনে আপাতত মেট্রোরেল থামবে না। এটা আমাদের কাজ চলছে। কাজ শেষ করে দ্রুত এ স্টেশন চালু করার আমরা চেষ্টা চালাচ্ছি। ওই স্টেশনে কতটুকু ক্ষতি হয়েছে সেটি নিরূপণে আমাদের টিম কাজ করছে৷ এ টিমের রিপোর্ট পাওয়ার পর জানা যাবে কতটুকু ক্ষতি হয়েছে। আশা করি এক সপ্তাহের মধ্যে রিপোর্টটি পাবো।

কাজীপাড়া স্টেশনে সংস্কার করতে এখন পর্যন্ত ২০ লাখ ৫০ হাজার টাকা খরচ হয়েছে বলে জানান ডিএমটিসিএল এর এমডি। তিনি বলেন, অনেক কিছু আমরা আমাদের অন্য স্টেশন থেকে নিয়ে এসেছি। ল্যাব, প্রশিক্ষণ কেন্দ্র ও প্রদর্শনী কেন্দ্র থেকেও বিভিন্ন জিনিস এনে লাগানো হয়েছে৷ পরে সেগুলো এসেসমেন্ট করতে হবে। তখন সেগুলো দাম জানা যাবে।

বাংলাদেশ সময়: ১৫৩৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০২৪
এসসি/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।