ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

জাতীয়

শিক্ষক মিজানুর হত্যা মামলায় আসিফ ৩ দিনের রিমান্ডে

জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৫ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১০
শিক্ষক মিজানুর হত্যা মামলায় আসিফ ৩ দিনের রিমান্ডে

নাটোর:  নাটোরের কলেজ শিক্ষক মিজানুর রহমান হত্যা মামলার প্রধান আসামি আসিফকে তিনদিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।

আসিফকে জিজ্ঞাসাবাদের জন্য বাগাতিপাড়া থানার উপ-পরিদর্শক আব্দুর রহিম সাতদিনের রিমান্ডের আবেদন জানালে মঙ্গলবার শুনানি শেষে নাটোর আমলি আদালত-১ এর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মজিবর রহমান তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন।



বাগাতিপাড়া থানার উপ-পরিদর্শক আব্দুর রহিম বাংলানিউজকে জানান, মঙ্গলবার সকাল ১১ টার দিকে আদালত রিমান্ডের আবেদনের শুনানি হয়। এসময় আসিফের আইনজীবীরা তার জামিনের আবেদন জানান। আদালত তা নামঞ্জুর করেন।

তিনি আরও জানান, জিজ্ঞাসাবাদের জন্য মঙ্গলবার সন্ধ্যায় আসিফকে বাগাতিপাড়া থানায় নেওয়া হবে।

গত ১২ অক্টোবর ইভটিজিংয়ের প্রতিবাদ করায় নাটোরের লোকমানপুর কলেজের শিক মিজানুর রহমানকে মোটরসাইকেল চাপা দেন আসিফ ও রাজন। পরে এলাকাবাসীর আন্দোলনের মুখে ২০ অক্টোবর প্রধান আসামি আসিফকে আটক করে পুলিশ। তবে রাজনকে এখনো পলাতক।

বাংলাদেশ সময়: ১৩০৫ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।