ঢাকা, বৃহস্পতিবার, ২৪ আশ্বিন ১৪৩১, ১০ অক্টোবর ২০২৪, ০৬ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

নাটোরে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ, স্বামীসহ গ্রেপ্তার ৬

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০১৯ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০২৪
নাটোরে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ, স্বামীসহ গ্রেপ্তার ৬

নাটোর: নাটোরের সিংড়ায় এক গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে স্বামী বুদ্দু মোল্লাসহ অভিযুক্ত ৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।  

বুধবার (১৮ সেপ্টেম্বর) দিনব্যাপী অভিযান চালিয়ে উপজেলার চৌগ্রাম ও ডাহিয়া ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

ভুক্তভোগী গৃহবধূর স্বামী বুদ্দু মোল্লা (৩৮) ছাড়াও গ্রেপ্তার বাকি পাঁচ অভিযুক্ত হলেন- উপজেলার চৌগ্রাম ইউনিয়ন যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য নাজমুল আলী মণ্ডল, একই ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের গ্রাম পুলিশ গোপাল চন্দ্র সরকার (২২), চৌগ্রামের শিপন আলীর ছেলে রাকিব আলী (২২), মৃত মুকুল হোসেনের ছেলে আব্দুল মমিন (২২) ও ডাহিয়া গ্রামের আবুল হোসেনের ছেলে শহিদুল ইসলাম (৪২)।

সিংড়া থানার কর্মকর্তা (ওসি তদন্ত) মো. আকবর আলী বাংলানিউজকে জানান,  মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে ওই গৃহবধূকে তার স্বামী বুদ্দু মোল্লা ও প্রতিবেশী শহিদুল ইসলামের সহযোগিতায় গ্রাম পুলিশ গোপাল চন্দ্র সরকার এবং রুহুলের পাহারায় ধর্ষণ করে রাকিব আলী নামে এক যুবক।  

পরে সেখান থেকে ওই গৃহবধূকে তুলে নিয়ে গিয়ে চৌগ্রাম ইউনিয়ন পরিষদের পাশে মাহিন ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসপে রাতভর গণধর্ষণ করে যুবদল নেতা নাজমুল আলী মণ্ডল, তার আপন ছোট ভাই সাদ্দাম মণ্ডল ও আব্দুল মমিন।  

পরবর্তীতে এই ঘটনায় ৮ জনের বিরুদ্ধে এজাহার দায়ের হলে পুলিশ অভিযান চালিয়ে ভুক্তভোগী গৃহবধূর স্বামীসহ ৬ জনকে গ্রেপ্তার করে। এ ঘটনায় আরও দুইজন পলাতক রয়েছেন। তাদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

বাংলাদেশ সময়: ০০১৪ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০২৪
এসএএইচ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।