ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

মাহমুদুর রহমানের জামিন বহাল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৬ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১০
মাহমুদুর রহমানের জামিন বহাল

ঢাকা: দৈনিক আমার দেশের ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের জামিন বহাল রেখেছেন আপিল বিভাগের নিয়মিত বেঞ্চ।

তেজগাঁও থানায় পুলিশের দায়ের করা একটি মামলায় গত ১২ জুলাই হাইকোর্ট তাকে ছয় মাসের জামিন দিয়েছিলেন।

কিন্তু ১৮ জুলাই চেম্বার বিচারপতি এ জামিন আদেশ স্থগিত করেন এবং সরকারকে লিভ টু আপিলের নির্দেশ দেন।

মঙ্গলবার প্রধান বিচারপতি এবিএম খায়রুল হকের নেতৃত্বে গঠিত তিন সদস্যের নিয়মিত বেঞ্চ সরকারের লিভটু আপিল খারিজ করে হাইকোর্টের আদেশ বহাল রাখেন।

শুনানি শেষে মাহমুদুর রহমানের আইনজীবী ব্যারিস্টার রফিক-উল হক সাংবাদিকদের বলেন, আজকের আদেশের ফলে হাইকোর্টের রায় বহাল থাকল। এ মামলায় মাহমুদুর রহমানের জামিনে আর কোনও বাধা রইল না।

শুনানিতে মাহমুদুর রহমানের পক্ষে অপর আইনজীবী ছিলেন সাবেক অ্যাটর্নি জেনারেল এ জে মোহাম্মদ আলী।

উল্লেখ্য, ১ জুন দৈনিক আমার দেশ কার্যালয় থেকে মাহমুদুর রহমানকে গ্রেপ্তার করতে গেলে তার সহকর্মীরা পুলিশের অভিযানকে ‘অবৈধ’ মন্তব্য করে তাকে গ্রেপ্তারে বাধা দেন। এর পরিপ্রেক্ষিতে পরদিন ২ জুন কর্তৃব্যকাজে বাধা দেওয়ার অভিযোগ এনে পুলিশ বাদী হয়ে তেজগাঁও থানায় এ মামলা করে।

বাংলাদেশ সময়: ১২৫৬ ঘণ্টা, ২৬ অক্টোবর, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।