ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

পাবনায় ইভটিজিং বিরোধী সাইকেল র‌্যালির মানববন্ধন ও বৃক্ষরোপন

জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪১ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১০
পাবনায় ইভটিজিং বিরোধী সাইকেল র‌্যালির মানববন্ধন ও বৃক্ষরোপন

পাবনা: ‘ইভটিজিং কে না বলুন’-এই শ্লোগান নিয়ে বের হওয়া ইভটিজিং বিরোধী রাজশাহী বিভাগীয় সাইকেল র‌্যালির সদস্যরা মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় পাবনা প্রেসক্লাবের সামনে আব্দুল হামিদ সড়কে মানববন্ধন কর্মসূচি পালন করেছে।

এ সময় পাবনা প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক আহমেদ উল হক রানা, বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা পাবনা জেলা শাখার সাধারণ সম্পাদক শহিদুর রহমান শহিদ, সাংবাদিক কামাল আহমেদ সিদ্দিকী, শাহীন রহমান প্রমূখ উপস্থিত ছিলেন।

পরে তারা সকাল ১১টায় পাবনা সরকারি এডওয়ার্ড কলেজ চত্বরে ইভটিজিং বিরোধী বৃক্ষরোপন কর্মসূচি পালন করে। এখানে কলেজ অধ্যক্ষ হাবিবুল্লাহ মিঞাসহ শিক ও ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন।

বেলা সাড়ে ১১টায় সাইকেল র‌্যালিটি নাটোরের উদ্দেশ্যে পাবনা ছেড়ে যায়।

সোমবার সন্ধ্যা ৭টার দিকে ১০ সদস্যের র‌্যালিটি সিরাজগঞ্জ থেকে পাবনা শহরে এসে পৌঁছে।

র‌্যালির সদস্য শাহজাহান আলী জানান, জয়পুরহাট সদর উপজেলার ভাইস চেয়ারম্যান ও বেসরকারী সংগঠন ‘ধূমকেতু’র সভাপতি আ.স.ম মোক্তাদির তিতাস ইভটিজিং সম্পর্কে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে এই সাইকেল র‌্যালীর উদ্যোগ নিয়েছেন।
গত ২৩ অক্টোবর জয়পুরহাট থেকে বিশ্ববিদ্যালয় ও কলেজের ১০ জন ছাত্র রাজশাহী বিভাগীয় এই সাইকেল র‌্যালি শুরু করে।

বাংলাদেশ সময়: ১২৩৯ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।