ঢাকা, সোমবার, ২১ আশ্বিন ১৪৩১, ০৭ অক্টোবর ২০২৪, ০৩ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে অস্ত্র-গুলিসহ আটক ১

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০২৪
উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে অস্ত্র-গুলিসহ আটক ১

কক্সবাজার: কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা শিবিরে বিদেশি আগ্নেয়াস্ত্র (পিস্তল) ও গুলিসহ এক রোহিঙ্গাকে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটেলিয়ন (এপিবিএন)।  

বুধবার (১৮ সেপ্টেম্বর) ভোরে উপজেলার বালুখালী ৮-ওয়েস্ট নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বি-ব্লকে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

 

বিষয়টি নিশ্চিত করেন, রোহিঙ্গা ক্যাম্পের নিরাপত্তায় নিয়োজিত ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক অতিরিক্ত উপ-মহাপরিদর্শক (এডিআইজি) মোহাম্মদ ইকবাল।

তিনি জানান, আটক ব্যক্তি উখিয়ার বালুখালী ৮-ওয়েস্ট নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ডি-ব্লকের কালা মিয়ার ছেলে সৈয়দ আলম ওরফে আব্বাস (৩৭)।  

মোহাম্মদ ইকবাল বলেন, বুধবার ভোরে উখিয়ার বালুখালী ৮-ওয়েস্ট নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বি-ব্লকে কতিপয় সশস্ত্র লোকজন অপরাধ সংঘটনের উদ্দেশ্যে সশস্ত্র অবস্থায় অবস্থান করছে—এমন খবরে এপিবিএনের একটি দল সেখানে অভিযান চালায়।  

ঘটনাস্থলে পৌঁছলে এপিবিএন সদস্যদের উপস্থিতি টের পেয়ে দুই-তিন জন লোক দৌড়ে পালানোর চেষ্টা করেন। এ সময় ধাওয়া দিয়ে একজনকে আটক করতে সক্ষম হলেও অন্যরা পালিয়ে যান বলেও জানান তিনি।  

তিনি বলেন, পরে আটক আব্বাসের দেহ তল্লাশি করে একটি বিদেশি পিস্তল ও পাঁচটি গুলি পাওয়া যায়।  

এডিআইজি জানান, আব্বাস একজন চিহ্নিত সন্ত্রাসী। তার বিরুদ্ধে অস্ত্র, অপহরণ, ডাকাতি ও চাঁদাবাজিসহ নানা অভিযোগ রয়েছে।  

তার বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে উখিয়া থানায় মামলা করা হয়েছে বলে জানান মোহাম্মদ ইকবাল।

বাংলাদেশ সময়: ১৪০৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০২৪
এসবি/এসআইএস 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।