ঢাকা, মঙ্গলবার, ২৩ আশ্বিন ১৪৩১, ০৮ অক্টোবর ২০২৪, ০৪ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

কারাগারে হামলা-বিদ্রোহের সময় ২ হাজার বন্দি পালিয়ে যান

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০২৪
কারাগারে হামলা-বিদ্রোহের সময় ২ হাজার বন্দি পালিয়ে যান

ঢাকা: ছাত্র-জনতার অভ্যুত্থানের মাধ্যমে দেশের পটপরিবর্তনের সময় বেশ কয়েকটি কারাগারের নিরাপত্তা বিঘ্নিত হয় এবং প্রায় দুই হাজারের বেশি বন্দি কারাগার থেকে পালিয়ে যেতে সক্ষম হন।

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর বকশিবাজারে অবস্থিত কারা অধিদপ্তরের কনফারেন্স রুমে মতবিনিময় সভায় সাংবাদিকদের এ তথ্য জানান কারা মহাপরিদর্শক (আইজি প্রিজন্স) ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোহাম্মদ মোতাহের হোসেন।

পালিয়ে যাওয়া অনেক বন্দিকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পাশাপাশি দুই-একজন আসামি ফিরে এসেছেন। এখন পর্যন্ত ৯০০ বন্দি পলাতক রয়েছেন বলে জানান তিনি।  

বাংলাদেশ সময়: ১৭৪৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০২৪
এজেডএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।